২০১৭-১৮ অর্থ বছরে চলচ্চিত্র খাতে ২ কোটি ৮০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার। এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অনুদান পেয়েছেন গাজী রাকায়েত (গোর), মানিক মানবিক (আজব ছেলে), আবিদ হোসেন খান (অবলম্বন), সাইদুল হাসান টুটুল (কালবেলা) ও হাবিবুর রহমান (অলাতচক্র)।
এর মধ্যে ‘অবলম্বন’ ছবিটি অনুদান পাচ্ছে ৪০ লাখ টাকা। বাকি চারটি চলচ্চিত্র পাচ্ছে ৬০ লাখ টাকা করে। তথ্য মন্ত্রণালয়ের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ অনুদান দিচ্ছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।