এক ঘন্টার ব্যবধানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জ্ব-সর্দি-কাশি নিয়ে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনের একজন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার বাসিন্দা। অপরজন বন্দর থানার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর-সর্দি-কাশি নিয়ে আজ দুপুর পৌনে দুইটায় বন্দর থানার বড়ইকান্দি গ্রামের ৬০ বছর বয়সী হাবিবুর রহমান ভর্তি হন। বিকেল সাড়ে ৪টায় করোনা ইউনিটে তার মৃত্যু হয়।
অপরদিকে এয়ারপোর্ট থানার মুশুরিয়া এলাকার বাসিন্দা ইব্রাহিম (৭৫) একই উপসর্গ নিয়ে বিকেল সোয়া ৫টায় ভর্তি হন। তার ১৫ মিনিট পরে অর্থাৎ সাড়ে ৫টায় মৃত্যুবরণ করেন ইব্রাহিম।