21 C
Dhaka
ফেব্রুয়ারি ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক বিনোদন

দীর্ঘ দুই দশক পর সালমান মামলা থেকে খালাস

ভারতের যোধপুর আদালত থেকে বড়সড় স্বস্তি পেলেন বলিউড সুপার স্টার সালমান খান৷ সোমবার (১৭ জুন) সকালে যোধপুরের সিজেএএম আদালত জানিয়ে দেয় নতুন করে আর কৃষ্ণসার হরিণ মামলায় সালমান খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে না৷ ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, আদালত সালমানের বিরুদ্ধে মিথ্যে নথি পেশ করার মামলাটি খারিজ হয়ে যায়৷

১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ মামলায় অস্ত্রের লাইসেন্স সংক্রান্ত যে নথি পেশ করেছিলেন তা আদালতে মিথ্যা প্রমাণিত হয়নি। তাই সেই মামলা থেকে সালমান খানকে রেহাই দিয়েছে যোধপুরের আদালত৷ এই মামলায় সালমানের আইনজীবী জানান, সালমান যে ভুল নথি দিয়েছেন তা প্রমাণ করতে পারেননি সালমানের বিরুদ্ধে দাঁড়ানো আইনজীবী৷ তাই এ বিষয়ে নতুন কোনও অভিযোগপত্র আর জমা দেওয়া যাবে না৷

যোধপুর আদালত সম্মুখে পুলিশি পাহারায় সালমান খান
উল্লেখ্য, গত বছরের ৫ এপ্রিল যোধপুরের একটি আদালত দুই দশক আগে দুটি কৃষ্ণসার হরিণ শিকারের দায়ে সালমান খানকে পাঁচ বছরের সাজার রায় দেয়৷ কারণ রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ে গিয়ে পরপর দুইদিন আলাদা আলাদা স্থানে ওই দুটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণি শিকার করেছিলেন সালমান৷ ১৯৯৯ সালে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দায়ের করা এ মামলার অপর আসামি নায়ক সাইফ আলি খান এবং নায়িকা টাবু, সোনালি বেন্দ্রে ও নীলম কোঠারিকে খালাস দিয়েছেন বিচারক৷

যোধপুরের কোঙ্কনি গ্রামে কৃষ্ণসার হরিণকে শিকারের অভিযোগে চারটি মামলা হয়েছিল সালমান খানের বিরুদ্ধে৷ ওই অভিযোগে ১৯৯৮ সালের ১৭ অক্টোবর তাকে গ্রেপ্তারও করা হয়েছিল৷ কিন্তু তিনটি মামলায় সালমান খালাস পেয়ে যান৷

এই সেই বিলুপ্তপ্রায় কৃষ্ণসার হরিণ
এরমধ্যে দুটি মামলায় ২০০৬ সালে সালমানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত৷ কিন্তু রাজস্থান হাইকোর্ট ওই সাজা স্থগিত করে দেয় এবং ২০১৬ সালে সালমানকে খালাস দেওয়া হয়৷ হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের করা আপিল সর্বোচ্চ আদালতে বিচারাধীন ছিল৷ তার বিরুদ্ধে মিথ্যে নথি পেশ প্রমাণ না হওয়ায় এই মামলাটি খারিজ হয়ে যায়। তাই আর কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমান খানকে আদালতে দাঁড়াতে হবে না। দীর্ঘ দুই দশক পর তিনি এই মামলা থেকে খালাস পেলেন।

এর আগে মুম্বাইয়ে সালমানের গাড়ি চাপায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ২০১৫ সালে সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল ভারতের একটি আদালত৷ পরে উচ্চ আদালত থেকে সালমান ওই মামলায় খালাস পান৷

সম্পর্কিত পোস্ট

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

banglarmukh official

যেভাবে যুক্তরাষ্ট্রে সফল উদ্যোক্তা বরিশালের মেয়ে রোজা

banglarmukh official

হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হামাসের দাবি অস্বীকার করল ইসরাইল

banglarmukh official

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, মেহজাবীনের আবেগঘন পোস্ট

banglarmukh official

পুষ্পা-২ দেখতে গিয়ে পদপিষ্ট শিশুর অবস্থার উন্নতি, পাশে দাঁড়িয়েছেন আল্লু অর্জুন

banglarmukh official

গাজায় হাসপাতালের বাইরে ইসরাইলি হামলা, ৫ সাংবাদিক নিহত

banglarmukh official