প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে গুজব ছড়ানো হয়েছে বলে দাবি করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেছেন, সরকার কঠোর অবস্থানের কারণে দেশে প্রশ্নফাঁসের পুনরাবৃত্তি হবে না।
শুক্রবার (২৮ জুন) সকালে রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন,যে কোনো সঠিক তথ্য আমাকে দিলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিবো। গতবার গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমি খোঁজ নিয়েছি সব গুজব, এসবের বাস্তবতা নেই। বাংলাদেশে আর প্রশ্ন ফাঁস হবে না।