এক কেজি গাঁজাসহ ইয়াছিন হাওলাদার (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশালের গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হকের নেতৃত্বে উপজেলার সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ইয়াছিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াছিন কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের জাকির হাওলাদারের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন।