27 C
Dhaka
অক্টোবর ৩১, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি জাতীয় রাজণীতি

বাংলাদেশ উন্নত দেশের কাতারে অর্ন্তভুক্ত হয়েছে: আমির হোসেন আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশ উন্নত দেশের কাতারে অর্ন্তভুক্ত হয়েছে। তাইসমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে উন্নয়নের কাতারে তুলে এনে দেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বন বিভাগের গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেশি করে গাছ লাগানোর পরামর্শ দিয়ে আমির হোসেন আমু বলেন, বর্তমান সময় শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর জন্যই জলবায়ু পরিবর্তন মাথা ব্যাথা হয়ে দাঁড়িয়েছে। আমাদের এ অবস্থা থেকে উত্তোরণের জন্য দেশিয় ফলের গাছ লাগাতে হবে। এতে আমরা আর্থিকভাবে লাভবান হবো। এছাড়াও বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর মধ্য দিয়ে দেশের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করতে সক্ষম হবো।

ঝালকাঠির সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস ও জেলা বন সংরক্ষক মো. নুরুজ্জামান।

ঝালকাঠি সদ ও নলছিটি উপজেলায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বন বিভাগের আওতায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে ৮০ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নতুন ভবনের উদ্ধোধন করেন সংসদ সদস্য আমির হোসেন আমু। এছাড়াও সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিল থেকে ১৯ জনকে একলাখ ৪২ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

রেলওয়ের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

banglarmukh official

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ১২৪৮ জন

banglarmukh official

দিনে ৯০০ কোটি টাকার রেমিট্যান্স আসছে দেশে

banglarmukh official

কর্মসংস্থান সৃষ্টি অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য: নাহিদ

banglarmukh official

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেফতার

banglarmukh official

খালেদা জিয়ার কয়লাখনি দুর্নীতি মামলার চার্জ শুনানি পেছাল

banglarmukh official