26 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা জেলার সংবাদ বরিশাল

ভোলায় ৪৩ পয়েন্টে ‌’রেডজোন’ চিহ্নিত

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভোলা জেলার পাঁচটি উপজেলার ৪৩টি এলাকাকে রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকা যেকোনো সময় লডকডাউন করা হতে পারে। এরই মধ্যে করোনা সংক্রমিত এসব এলাকাগুলোর তালিকা তৈরি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

রেডজোন হতে পারে এমন এলাগুলো হলো- ভোলা পৌর এলাকার নয়টি ওয়ার্ডসহ বাপ্তা, শিবপুর, আলীনগর ও উত্তর দিঘলদী কিছু পয়েন্ট। দৌলতখান পৌর এলাকার ২, ৪ নম্বর ওয়ার্ড ও জয়নগর ইউনিয়নের একটা অংশ। বোরহানউদ্দিন উপজেলার সাতটি ওয়ার্ড ও গঙ্গাপুর ইউনিয়নের একটি অংশ। লালমোহন পৌর ২, ৪, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডসহ কালমা ইউনিয়নের একটি অংশ ও চরফ্যাশন পজেলার পৌর ২, ৩, ৪, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডসহ আমিনাবাদ, আব্দুল্লাহপুর ও আবুবকরপুর এলাকার একটি অংশ।

জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, ভোলায় করোনা সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ায় আমরা রেডজোনের তালিকা তৈরি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকে অনুমোদন এলে রেডজোন ঘোষণা করে লকডাউন করা হবে।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন। মারা গেছেন দুইজন। বর্তমানে আক্রান্ত আছেন ১০৬ জন। জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২ হাজার ৮৭৩ জন এবং নমুনা রিপোর্ট পাওয়া গেছে দুই হাজার ৪৬০টি। বাকিগুলো অপেক্ষমান। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫০১ জন এবং হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৩ হাজার ৬৫১ জনকে। আইসোলেশনে রয়েছেন পাঁচজন।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official