রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এক তরুণীকে জোর করে প্রাইভেটকারে তুলে নিয়ে ধর্ষণকালে মাহমুদুল হক রনি নামের এক বখাটেকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তার গাড়ি চালককেও প্রাইভেটকার থেকে টেনে হেঁচড়ে বের করে বেদম প্রহার করা হয়। শনিবারের মধ্যরাতের এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধমে তোলপাড় সৃষ্টি হয়েছে।
কিন্তু এই রনি? খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত রনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তার জিমের ব্যবসা রয়েছে বলে জানা গেছে।
রনি একজন মাদকসেবী। ঘটনার রাতে রনি গাজীপুরের কাপাসিয়ায় যাওয়ার জন্য ধানমণ্ডির ঝিগাতলার বাসা থেকে গভীর রাতে নিজ গাড়ি নিয়ে বের হন। এদিনও তিনি গাড়ির মধ্যেই মাত্রাতিরিক্ত অ্যালকোহল পান করেন, স্থানীয় জনতার হাতে ধরার পড়ার পর তার মুখ থেকে বাজে মদের গন্ধ বের হচ্ছিলো বলে অনেকে জানিয়েছেন।