স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তিনি বর্তমানে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন। ১ জুন, সোমবার রাতে তার করোনাভাইরাস শনাক্ত হয়।
এর আগে সকালে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরপর করোনা পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এবং তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়।
হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে তাকে প্লাজমা থেরাপি দেয়ার বিষয়েও কথাবার্তা চলছে।