28 C
Dhaka
নভেম্বর ২২, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
গণমাধ্যম প্রচ্ছদ বরিশাল সাংবাদিক বার্তা

সাংবাদিক লিটন বাশারের মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান লিটন বাশার’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ  যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বাদ যোহর নগরীর পলাশপুরস্থ বৌ বাজার এলাকার রহমানিয়া কেরাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন প্রয়াত লিটন বাশারের পিতা আবদুল খালেক হাওলাদার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, এম.এম আমজাদ হোসাইন, সাবেক সহ-সভাপতি গোপাল সরকার, বর্তমান সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক পুলক চ্যাটার্জী, দৈনিক আজকের বরিশালের প্রকাশক ও সম্পাদক খলিলুর রহমান, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো চীফ ফিরদাউস সোহাগ, ডিবিসির অপূর্ব অপু, মাছরাঙ্গার গিয়াসউদ্দিন সুমন, দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক কাজী আনোয়ার পারভেজ রানা, দৈনিক মতবাদের সহকারী ব্যবস্থাপনা সম্পাদক আবদুল হালিম মামুন, সাংবাদিক জাকির হোসেন, জিয়া উদ্দিন বাবু, মাইনুল হাসান সবুজ, এম. মোফাজ্জেল, এম. নাসিমুল হক, এম.জহির, আরিফিন তুষার, আসাদুজ্জামান, খন্দকার রাকিব, সৈয়দ মেহেদী হাসান, এম. নয়ন, এম লোকমান, শাহীন হাফিজ, মামুনুর রশিদ, এম সালাউদ্দিন প্রমুখ। দোয়া মোনাজাত শেষে মাদ্রাসায় থাকা এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।

এছাড়া বাদ আসর নগরীর সদর রোডস্থ দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসে দোয়া-মোনাজাত অনষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রব। উপস্থিত ছিলেন প্রয়াত লিটন বাশারের পিতা আব্দুল কাদের হাওলাদার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক পুলক চ্যাটার্জী, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো চীফ ফিরদাউস সোহাগ, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, স্থানীয় দৈনিক বরিশাল কন্ঠ’র প্রকাশক ও সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক দখিনের মুখ’র নির্বাহী সম্পাদক ডাঃ আল-আমিন, দখিনের মুখ পত্রিকার উপদেষ্টা নিপু নেগাবান, আলম বুক স্টলের স্বত্ত্বাধিকারী আলম সিকদার, রকি নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী মোস্তাফিজুর রহমান দুলাল, জাতীয় পার্টি জেপি’র বরিশাল মহানগর সভাপতি ডাঃ মনিরুজ্জামান মনির, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, দৈনিক ভোরের কাগজ’র ব্যুরো প্রধান এম. মিরাজ হোসাইন, ফটো সাংবাদিক ফারুক লিটু প্রমুখ।

প্রসঙ্গত সাংবাদিক লিটন বাশার গত বছরের ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী , এক শিশু পুত্র সন্তান, পিতা-মাতাসহ শুভাকাঙ্খী রেখে গেছেন।

সম্পর্কিত পোস্ট

সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্মান জানানোয় গোটা জাতি আনন্দিত

banglarmukh official

ধ্বংসাত্মক মানসিকতার কারণে সভ্যতা গুরুতর ঝুঁকির মুখে: ড. ইউনূস

banglarmukh official

উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর কারণ জানালেন রিজওয়ানা

banglarmukh official

সেই মুনতাহার লাশ মিলল নিজ বাড়ির পুকুরে

banglarmukh official

আসিফ নজরুলকে হেনস্তা, যা খতিয়ে দেখতে বললেন রাষ্ট্রদূত আনসারী

banglarmukh official

আমরা একে অপরের ভাই, কেন দ্বন্দ্বে জড়াবো: আদালতে আমু

banglarmukh official