সোমবার (১৫ জুন) বরিশাল জেলায় নতুন করে ৫৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৭৮ জনে।
এছাড়া সোমবার জেলায় ১ ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অদ্যবধি এ জেলায় ১৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করলেন।
এদিকে সোমবার বরিশাল জেলায় করোনা আক্রান্ত ১০ ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। এনিয়ে জেলায় ১৫৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মেহেন্দিগঞ্জ উপজেলায় ৩ জন, হিজলা, আগৈলঝাড়া ও বানারীপাড়া প্রত্যেক উপজেলায় ১ জন করে ৩ জনসহ মোট ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
বাবুগঞ্জ উপজেলায় ১ জন, বরিশাল নগরীর কাউনিয়া, নথুল্লাবাদ, সাগরদী, হাসপাতাল রোড প্রত্যেক এলাকায় ২ জন করে ৮ জন, গোড়াচাঁদ দাস রোড, কলেজ এভিনিউ, আরশেদ আলী খান সড়ক,
মুসলিম গোরস্থান রোড, প্যারারা রোড, কালুশাহ সড়ক, সদর রোড, বগুড়া রোড, কাজীপাড়া, কাশিপুর, স্ব-রোড, নতুন বাজার, আমতলা, শের-ই-বাংলা সড়ক প্রত্যেক এলাকায় ১ জন করে ১৪ জন,
র্যাব-৮ এ কর্মরত ৩ জন, ১ জন সরকারি কর্মকর্তা, সদর উপজেলাধীন শায়েস্তাবাদ এলাকায় ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন সদস্য, রেঞ্জ পুলিশের ২ জন সদস্য, বাকেরগঞ্জ ও বাবুগঞ্জে কর্মরত ২ জন সহ জেলা পুলিশের ৫ জন সদস্য,
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ৩ নার্স, ২ জন স্টাফসহ ৫ জন, সদর জেনারেল হাসপাতালে কর্মরত ১ চিকিৎসক, ১ জন নার্সসহ ৪৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।
গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৩৬ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৭৮৮ জন, উজিরপুর উপজেলায় ৩৫ জন,
বাকেরগঞ্জ উপজেলায় ২৯ জন, মেহেন্দিগঞ্জ উপজেলায় ১৮ জন, হিজলা উপজেলায় ০৭ জন, বানারীপাড়া উপজেলায় ২১ জন, মুলাদী উপজেলায় ১২ জন, গৌরনদী উপজেলায় ২০ জন, আগৈলঝাড়া উপজেলায় ১২ জন করে মোট ৯৭৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শনাক্ত হওয়া ৩ জন নার্স, ২ জন স্টাফসহ ৫ জন, সদর জেনারেল হাসপাতালে কর্মরত ১ চিকিৎসক, ১ নার্সসহ মোট ৭ জন মিলিয়ে অদ্যবধি এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ১২৯ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।