এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি জেলার সংবাদ

৩০ ডিসেম্বরের মধ্যেই উৎপাদনে যাবে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

চায়না শ্রমিকদের পদচারণায় ফের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে। ইতিমধ্যে পাওয়ার প্লান্টের ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি ও অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করেছে চীনা শ্রমিকরা।

এছাড়া কর্মপরিবেশ সৃষ্টি ও ভাষাগত সমস্যা দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে দেশি বিদেশি শ্রমিকদের সমন্বয়ে পুরোদমে কাজ শুরু করা যাবে।

বুধবার (২৬ জুন) দুপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিআইপি হলরুমে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) প্রকল্প পরিচালক শাহ আব্দুল মাওলা।

শাহ আব্দুল মাওলা বলেন, গত মঙ্গলবার এর ঘটে যাওয়া সহিংস ঘটনাটি অনভিপ্রেত। এ ঘটনায় যেসব চাইনিজ ও বাঙালি শ্রমিক আহত হয়েছে তাদের চিকিৎসা চলছে। অনেকেই ইতিমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে যে সব মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে তার পর্যালোচনা চলছে। কিছু মালামাল বিদেশ থেকে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। এগুলো স্থাপন ও ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি মেরামত সাপেক্ষে খুব শিগগিরই এখানকার কর্মযজ্ঞ শুরু হবে এবং আগামী ৩০ ডিসেম্বরের মধ্যেই এ প্রকল্পের প্রথম ইউনিট উৎপাদনে যাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশি ছয় থেকে সাত হজার শ্রমিকদের ঈদ বোনাসসহ সব পাওনা পরিশোধ করা হচ্ছে। তাদের ১৫ দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। এছাড়া চায়না এবং বাঙালি শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক তৈরি করার জন্য নতুন করে বিসিপিসিএলের পক্ষ থেকে ১০ জন দোভাষী নিয়োগ দেওয়া হচ্ছে।

এসময় বিসিপিসিএল এর নির্বাহী প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান, জোবায়ের আহমেদ, তারিক নূর, ওয়াং শিয়াং শি, পিনজুর রহমান, শহিদুল ইমনসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official