এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি জেলার সংবাদ বরিশাল রাজণীতি

৭ হাজার ভরি কালো স্বর্ণ সাদা করলেন দুই শতাধিক ব্যবসায়ী

নিউজ ডেস্ক:

বরিশালে চলছে দুই দিনব্যাপী স্বর্ণ মেলা। মঙ্গলবার ছিল মেলার শেষদিন। দুপুর ২টা পর্যন্ত কালো স্বর্ণ সাদা করলেন দুই শতাধিক স্বর্ণ ব্যবসায়ী। এতে আয়কর আদায় হয়েছে প্রায় অর্ধকোটি টাকা। কর পরিশোধ করে প্রায় ৭ হাজার ভরি স্বর্ণ সাদা করেছেন তারা।

সোমবার সকালে নগরীর গ্র্যান্ড পার্ক হোটেলে দুই দিনব্যাপী স্বর্ণ মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ। কর অঞ্চল বরিশালের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

বরিশালের উপকর কমিশনার আবুল কালাম আজাদ বলেন, মেলার প্রথমদিন সোমবার ১১৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রায় চার হাজার ভরি স্বর্ণ, রৌপ্য ও হীরা সাদা করেছেন। এর মধ্যে পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠির ১০১টি প্রতিষ্ঠান থেকে আদায় করা হয় ৪১ লাখ ১১ হাজার ২৫০ টাকা। পটুয়াখালী ও ভোলার সাতটি প্রতিষ্ঠান থেকে আদায় করা হয় পাঁচ লাখ ৯২ হাজার এবং বরিশালের পাঁচটি প্রতিষ্ঠান থেকে দুই লাখ ৬৫ হাজার টাকা কর আদায় করা হয়।

BARISHAL-Over-two1

আবুল কালাম আজাদ আরও বলেন, দ্বিতীয় দিন মঙ্গলবার দুপুর পর্যন্ত আরও শতাধিক স্বর্ণ ব্যবসায়ী ও ব্যক্তি তাদের কালো স্বর্ণ সাদা করেছেন। দুইদিনে আয়কর আদায় হয়েছে অর্ধকোটি টাকার বেশি। বিকেল ৫টা পর্যন্ত এ মেলা চলবে। ৫টা পর্যন্ত প্রতি ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের জন্য এক হাজার টাকা, প্রতি ক্যারেট কাট ও পোলিশড ডায়মন্ডের জন্য ছয় হাজার টাকা এবং প্রতি ভরি রূপার ৫০ টাকা হারে কর পরিশোধ করতে পারবেন।

ব্যবসায়ীরা নির্দিষ্ট ফরম পূরণ করে পে-অর্ডারের মাধ্যমে যাতে সহজে কর দিতে পারেন এজন্য মেলায় সোনালী ও জনতা ব্যাংকের বুথ স্থাপন করা হয়েছে। কর সংক্রান্ত তথ্য ও সহযোগিতা প্রদানের জন্য মেলায় হেল্প ডেক্স স্থাপন করা হয়েছে বলেও জানান উপকর কমিশনার আবুল কালাম আজাদ।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official