33 C
Dhaka
এপ্রিল ১৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ নারী ও শিশু প্রশাসন

কবিতা লিখে ২ মাস ধরে জেলে কলেজছাত্রী

স্রেফ কবিতা লেখার দায়ে জেল খাটছেন এক কলেজছাত্রী। ভারতের আসাম রাজ্যের ১৯ বছরের ওই তরুণী ফেসবুকে কবিতা লিখে প্রায় ২ মাস ধরে জেল খাটছেন। জেলে বন্দী থাকায় দিতে পারেননি কলেজের পরীক্ষাও। ওই তরুণীর নাম বর্ষাশ্রী বুরাগোঁহাই।

বিষয়টি জানাজানি হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে কড়া সমালোচনা। কেবল কবিতা লেখার জন্য কারও জেল হতে পারে না দাবি করে রাজ্যের বিরোধী দলীয় নেতা দেবব্রত শইকিয়ার বলেছেন, ‘অবিলম্বে মুক্তি দিতে হবে যোরহাট জেলার তিওকতে জেলে বন্দী বর্ষাশ্রী বুরাগোঁহাইকে।’

এদিকে, স্থানীয় পুলিশের দাবি—আইন মেনেই দেশদ্রোহিতার অভিযোগে বর্ষাশ্রী বুরাগোঁহাই গ্রেপ্তার করা হয়েছে। বর্ষাশ্রীর বিরুদ্ধে অভিযোগ তাঁর ওই কবিতা আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম–উলফার মতাদর্শের।

তবে, ওই তরুণীর ভাই অরিন্দম জানিয়েছেন, তাঁর বোন কোনো সংগঠনের সঙ্গেই যুক্ত নয়। ভারতজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের সময় কবিতা লেখা শুরু করে বর্ষাশ্রী বুরাগোঁহাই। সেই অপরাধেই গত ১৮ মে গ্রেপ্তার করা হয় তাঁর বোনকে।

এ বিষয়ে সমালোচনা ঝড় উঠলে আসামের পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত সাংবাদিকদের বলেন, ‘আইন আইনের মতো চলছে। জঙ্গি দলে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার থেকে আটক থাকাই ভালো।’

রাজ্য পুলিশের স্পেশাল ডিজি জিপি শর্মা সামাজিক গণমাধ্যমে বর্ষাশ্রীর লেখা কবিতার একটি লাইন প্রকাশ করেন। লাইনটি হলো, ‘আকৌ করিম রাষ্ট্রদ্রোহ।’ অর্থাৎ ফের রাষ্ট্রদ্রোহে শামিল হব। তাঁর মতে, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার ডাক রয়েছে এই কবিতার লাইনে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official