জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপ। যোগ্য দলগুলো এরইমধ্যে সেরা চার নিশ্চিত করেছে। বিশ্বসেরা হওয়ার লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত সাফল্যের লড়াইও চলছে ফুটবলারদের মধ্যে। চলতি আসরে গোল্ডেন বুটের লড়াইয়ে এখন রয়েছেন শুধু ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন আর বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু।
গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন হ্যারি কেন। চার ম্যাচে ইতিমধ্যেই ৬ গোল করা হয়ে গেছে ইংল্যান্ড অধিনায়কের। যার মধ্যে পেনাল্টি থেকে তিনটে গোল করেছেন তিনি। অন্যদিকে, চার ম্যাচে চার গোল করে গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে কেনের পরেই আছেন রোমেলু লুকাকু।
সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে গোল করে হ্যারি কেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার সুযোগ রয়েছে লুকাকুর কাছে। অন্যদিকে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে আরও এগিয়ে যাওয়ার সুযোগ হ্যারি কেনের সামনে।
উল্লেখ্য, ৪ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো আর রাশিয়ার চেরিশেভও। তবে পর্তুগাল আর রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় এই দুই ফুটবলারের গোল্ডেন বুট জেতার সুযোগ নেই।