নিউজ ডেস্কঃ দিনাজপুর সদরে বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকেলে সদরের শশরা ইউপির ভবাইনগর চুনিয়াপাড়ায় বজ্রসহ বৃষ্টিপাতের সময় এই ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত নিরব (১৩) দিনাজপুর সদরের শশরা ইউপির ভবাইনগর চুনিয়াপাড়ার মোস্তাফিজুর রহমান মস্তানের ছেলে এবং সে পুলিশ লাইন স্কুলের ৬ষ্ঠ শ্রেনির ছাত্র। নিরব শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদ রানার ভাতিজা।
শশরা ইউপির ভবাইনগর চুনিয়াপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে খোলা জায়গায় থাকা অবস্থায় বজ্রপাতে ওই কিশোরের মৃত্যু হয়। বজ্রপাতে কিশোর নিরব এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কোতঢালী থানার ওসি (তদন্ত) গোলাম মওলা শাহ।