বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয় আজ ১৪ জুলাই ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার পূর্বাহ্ণে বিএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় নবনিযুক্ত বিএমপি কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়কে বিএমপি’র পক্ষ থেকে শীর্ষ কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। বিএমপি কমিশনার মহোদয় দায়িত্বভার গ্রহণ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।