এপ্রিল ১৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ বরিশাল

পটুয়াখালীতে চালককে অজ্ঞান করে ইজিবাইক চুরি

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে মোতালেব আকন (৪০) নামের চালককে অজ্ঞান করে একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পুকুরের ঘাটে তাকে অচেতন অবস্থায় দেখে সিদ্দিকী হাওলাদার নামের এক অটো ড্রাইভার তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভুক্তভোগী মোতালেব আকন উপজেলার কাকরাবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের মেরজে আলী আকনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, এক মাস আগে একটি বেসরকারি এনজিও থেকে লোন নিয়ে ইজি বাইক ক্রয় করে উপজেলার বিভিন্ন স্থানে যাত্রী পরিবহন করতেন। তাকে অজ্ঞান করে অটো নিয়ে যাওয়ার খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে আসেন।

উদ্ধার করা অটোরিকশা চালক সিদ্দিক হাওলাদার জানায়, দুজন রোগী নিয়ে হসপিটালের গেটের সামনে আসলে সেখানে দুজন লোক এসে তাকে বলে হাসপাতালের পুকুর ঘাটে একটি লোক অচেতন অবস্থায় শুয়ে আছে।

সেখানে গিয়ে একই এলাকায় বাড়ি হওয়ায় সে তাকে চিনতে পেরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official