বাংলাদেশ পুলিশের ৬৬ জন উপ-পরিদর্শককে (এসআই) পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) এ পদোন্নতি দিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে ২৬ জন, ইন্সপেক্টর (সশস্ত্র) পদে ৩০ জন ও ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে ১০ জনসহ মোট ৬৬ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বর্তমান পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের উদ্যোগে বিদ্যমান পদোন্নতির পদ্ধতিতে পরিবর্তন ও সহজ করা হয়েছে। ২০২০ সাল থেকে শুধু পরিদর্শক পদেই মোট ৯৭৪ জন পদোন্নতি পেয়েছেন।