এপ্রিল ১৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্যাম্পাস বরিশাল

ববিতে ‘পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্নামেন্ট-২০২২’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।

সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীরা, দপ্তর প্রধানসহ শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

‘পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্নামেন্ট-২০২২’ শেরে বাংলা হলের শিক্ষার্থীরা চারটি দল যথাক্রমে বিজয় একাত্তর, স্বাধীন বাংলা ফুটবল, বঙ্গবন্ধু স্যাটালাইট এবং ওরা এগারোজন দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছেন। আগামী ৩১ জুলাই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official