বরিশালের পর এবার রংপুরের দু’টি গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপদ পারাপারের সুবিধার্থে থ্রি-ডি (ত্রিমাত্রিক) জেব্রা ক্রসিং করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) রাতে নগরীর ব্যস্ততম জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সামনের সড়কে পরীক্ষামূলক এ জেব্রা ক্রসিংয়ের কাজ শেষ হয়।
রংপুর সিটি করপোরেশনের অর্থায়নে নগরীর সবচেয়ে বড় দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীদের সুবিধার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রংপুরের সড়কে থ্রি-ডি জেব্রা ক্রসিংরংপুর সিটি করপোরেশনের মেয়রের সহকারী একান্ত সচিব জাহিদ হোসেন লুসিড বলেন, দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে রাস্তা পারাপারের সুবিধার জন্য পরীক্ষামূলকভাবে নগরীর দু’টি স্কুলের সামনের সড়কে থ্রি-ডি জেব্রা ক্রসিং করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে।
পর্যায়ক্রমে নগরীর গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে এসব থ্রি-ডি জেব্রা ক্রসিং করা হবে। তিন রঙের স্ট্রাইপ দিয়ে রঙিন করে তোলা হয়েছে থ্রি-ডি জেব্রা ক্রসিং। এতে গাড়ি চালকরা যেমন পথচারীদের রাস্তা পারাপারকে গুরুত্ব দেবেন, তেমনি শিক্ষার্থীরাসহ পথচারীরাও এটি ব্যবহারে উৎসাহিত হবেন।
বাংলাদেশের দ্বিতীয় সিটি করপোরেশন হিসেবে রংপুরে এমন ত্রি-ডি জেব্রা ক্রসিংয়ের কাজ করা হলো বলে জানান তিনি।