নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীতে মূল্যে তালিকা প্রদর্শন না করা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করা এবং মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় করায় ভোক্তা অধিকার অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
রোববার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগরীর পাঁচটি প্রতিষ্ঠানে এই অভিযান পরিচারনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারি পরিচালক সুমী রাণী মিত্র ও সাকিয়া সুলতানার নেতৃত্বে অভিযানে সহযোগীতা করেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা।
অভিযানে বরিশাল মহাগনগরীর কোতয়ালী মডেল থানাধীন এলাকায় চাইনিজ রেস্টুরেন্ট বিভিন্ন হোটেল, কারখানা এবং স্টোর পরিদর্শন এবং তদারকিমূলক কার্যক্রম পরিচালনাকালে মেসার্স ওয়েস্টার্ন ফার্মেসীকে ২ হাজার টাকা, এম.এস. পেস্ট্রি সপকে ৩ হাজার টাকা, ঘরোয়া হোটেল এন্ড সুইটসকে ৮ হাজার টাকা, রোজ বিলাস বিরিয়ানী হাউসকে ৫ হাজার টাকা, ডায়মন্ড রেস্তোরাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এতে সর্বমোট ২২ জাহার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসআই (নিঃ) মোঃ রমজান আলী সঙ্গিয় ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।