তানজিম হোসাইন রাকিবঃ বিএমপি গোয়েন্দা শাখার জোন-২ এর টিম-২ গোপন সংবাদের ভিত্তিতে ২৮-০৭-২০২২ খ্রিঃ, রাত ০০:৪৫ ঘটিকায় বিএমপি কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ১১নং ওয়ার্ডস্থ শহিদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম এর মূল গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ জুয়েল হাওলাদার (৩০), পিতা- মোঃ আঃ রহিম হাওলাদার, মাতা- মৃতঃ রহিমা বেগম, সং- কাউনিয়া ১ম গলির শেষ মাথা, বাঁশতলা, হাওলাদার বাড়ী, বিসিসি ০২নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, বিএমপি, বরিশাল এর হেফাজত হতে ০৫ (পাঁচ) বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক তাহাকে আটক করেন এবং তাহার দেওয়া তথ্যমতে তাহার সহযোগী ২) মোঃ আলাউদ্দিন আল আজাদ (৪২), পিতা- মোঃ মহিউদ্দিন মৃধা, মাতা- ফিরোজা বেগম, সাং- চান্দু মার্কেট, রুপতালী হাউজিং, বাসা হোল্ডিং নং-৪৭০, বিসিসি ২৫নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশালকে আটক করেন।
ধৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।