বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গে ষাটোর্ধ দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে এবং দুপুরে পৃথক সময়ে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। এ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে আক্রান্ত ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৭ জন হয়েছে। যার মধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৭ জন।
তথ্য নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান জানিয়েছেন, ‘গত ২৯ জুন দুপুর ১টায় করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তিন হন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝড়া গ্রামের হোসেন আলী’র স্ত্রী আব্দুস সালাম (৬০)। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ২টায় মৃত্যু হয় তার। অপরদিকে মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গোলাম মোস্তফা নামের বৃদ্ধ। করোনা আইসোলেশনে থাকাবস্থায় বিকাল পৌনে ৫টায় তার মৃত্যু হয়।
সহকারী পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান জানিয়েছেন, ‘মৃত্যু হওয়া দুই ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের দু’জনেরই নমুনা সংগ্রহ করে শেবামেক এর আরটি-পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে তারা করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যাবে।