20 C
Dhaka
ফেব্রুয়ারি ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

বিয়ে হয়নি, আংটিও পরিনি: সুস্মিতা সেন

ব্যবসায়ী ললিত মোদীর এক টুইটের পর বৃহস্পতিবার রাত থেকেই চর্চায় সুস্মিতা সেন। টুইটে প্রাক্তন এ বিশ্বসুন্দরীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেন ললিত।

সেখানে লেখেন, ‘পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটিয়ে লন্ডনে ফিরলাম। আর বেটার হাফ সুস্মিতাকে নিয়ে নতুন করে কী বলবো…নতুন শুরু, নতুন পরিবার… স্বপ্নের দেশে আছি।’

তবে কিছুক্ষণ পরই আবার টুইট করেন ললিত মোদী। এবার তিনি আগের পোস্টে দেওয়া তথ্যের আংশিক সংশোধনী দেন। লেখেন, ‘সুস্মিতাকে আমি নিজের বেটার হাফ লিখলেও এখনো বিয়ে হয়নি। তবে ডেট করছি। খুব দ্রুত বিয়ে করতে চাই আমরা।’

ললিত মোদীর সঙ্গে সুস্মিতার প্রেম কপালে পড়েছে অনেকেরই। প্রশ্ন উঠেছিল, ‘টাকার জন্যই কি এ সম্পর্কে সুস্মিতা?’

শুক্রবার (১৫ জুলাই) দিনভর এ নিয়ে জল্পনা চললেও সাড়া মেলেনি সুস্মিতার পক্ষ থেকে। অবশেষে বিকেলে এ নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন এ বিশ্বসুন্দরী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানিয়ে দিলেন, ‘বিয়েও হয়নি, আংটিও পরেননি।’

ইনস্টাগ্রামে দুই মেয়ের সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন সুস্মিতা। ক্যাপশনে লিখেছেন, ‘আমি খুব আনন্দে আছি। বিয়ে হয়নি, আংটিও পরিনি। নিঃশর্ত ভালোবাসায় ঘিরে আছি। যথেষ্ট স্পষ্ট করে বলে দিয়েছি। এবার নিজের জীবনে এবং কাজে ফিরি।’

এরআগে সকালে সুস্মিতার ভাই এ নিয়ে প্রথম মুখ খোলেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমিও অবাক হয়েছি। দিদির সঙ্গে কথা বলবো। আমি এ ব্যাপারে কিছুই জানতাম না। দিদির পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো কনফারমেশন আসেনি। আমার পক্ষে মন্তব্য করাও সম্ভব হবে না।’

একই সুর সুস্মিতা সেনের বাবার কণ্ঠেও। তিনি বলেন, ‘এ সম্পর্ক নিয়ে আমার কাছে কোনো খবর নেই।’

সম্পর্কিত পোস্ট

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

banglarmukh official

যেভাবে যুক্তরাষ্ট্রে সফল উদ্যোক্তা বরিশালের মেয়ে রোজা

banglarmukh official

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, মেহজাবীনের আবেগঘন পোস্ট

banglarmukh official

পুষ্পা-২ দেখতে গিয়ে পদপিষ্ট শিশুর অবস্থার উন্নতি, পাশে দাঁড়িয়েছেন আল্লু অর্জুন

banglarmukh official

মিশর ভ্রমণ করে যে স্বপ্ন পূরণ হলো মেহজাবীনের

banglarmukh official

শাড়িতে ভক্তদের নজর কাড়লেন শবনম ফারিয়া

banglarmukh official