মানুষ যাতে ভেজালমুক্ত খাবার গ্রহণ করতে পারে সেজন্য জেলা প্রশাসকদের আরো কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে প্রথম অধিবেশন শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
খাদ্যমন্ত্রী বলেন, আমাদের নির্দেশনা হলো, প্রত্যেক জেলায় আমাদের নিরাপদ খাদ্যের অফিস হবে। মানুষ যাতে ভেজালমুক্ত খাবার গ্রহণ করতে পারে, সেজন্য তাদের আরও কঠোর হওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি।
তিনি বলেন, বিভিন্ন জায়গায় গুদাম নির্মাণ ও নিরাপদ খাদ্যের অফিস করার প্রস্তাব দিয়েছেন ডিসিরা। এগুলো আমরা বানাবো, আমরা প্রকল্প নিয়েছি।
ধান সংগ্রহ অভিযান বিষয়ে মন্ত্রী বলেন, আমরা ধান কিনছি, এবার আমরা চার লাখ টন ধান কিনবো, সোমবার (১৫ জুলাই) পর্যন্ত এক লাখ ১৫ হাজার টন ধান কেনা হয়েছে। ওনারা সাহায্য করছেন, সেটি আরও জোরদার করার জন্য এবং আমাদের লোকরা যাতে আরও বেশি অ্যাকটিভ হয়। ডিসিরা যাতে নির্বাহী অফিসারদের মাঠে নামিয়ে দিয়ে কৃষকদের কাছ থেকে ধান কিনতে পারে, সেজন্য আমরা নির্দেশনা দিয়েছি।
এখন দেশের বিভিন্ন জেলায় বন্যা চলছে, আগামীতে খাদ্য সংকটের কোনো আশঙ্কা আছে কিনা- প্রশ্নে খাদ্যমন্ত্রী বলেন, কোনো সংকট নেই। আমাদের খাদ্যের পর্যাপ্ত মজুদ আছে। খাদ্য গুদামে শুধু খাদ্যই নয়, ত্রাণও পর্যাপ্ত মজুদ আছে। যেকোনো অবস্থা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।
তিনি বলেন, এখন ফসল নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, মাঠে কোনো ফসল নেই। এখন ধান লাগানোর সময়।