25 C
Dhaka
ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা বরিশাল

মেহেন্দিগঞ্জে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী পাতারহাট বন্দরের রাজলক্ষ্মী সিনেমা হলের সম্মুখে ভয়াভহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, বুধবার রাত আনুমানিক ৪টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত্র ঘটে। পরে আগুন সেখান থেকে আশপাশের আরও ৭-৮টি দোকানে ছড়িয়ে পরে। সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রানপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে সেখানে থাকা (১) হারুন অর-রশিদের হালিমের দোকান, (২) শুক্কুর শীলের সেলুন, (৩) জনা শীলের সেলুন, (৪) রোকন মিয়ার কসমেটিক্স ও কনফেকশনারী, (৫) আক্তার মোল্লার খাবার হোটেল, (৬) নিজাম খানের মুদি দোকান ও (৭) রশিদ খানের চায়ের দোকান সম্পূর্ন মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো জানা যায়নি। স্থানীয়রা আরো জানান, আকস্মিকভাবে অগ্নিকান্ডের ঘটনা মূহুর্তেই ভয়াভহতায় রূপ নেয়।

কিছুক্ষনের মধ্যেই দোকানগুলো পুড়ে ধ্বংস্তপে পরিনত হয়ে যায়। আগুন লাগার সংবাদ ছড়িয়ে পরলে পাতারহাট বন্দরের ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এদিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, কাউন্সিলর সাইফুল ইসলাম বেপারী প্রমুখ।

এসময় তারা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে দু’পক্ষের বাকবিতন্ডা, হাতাহাতি

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম

banglarmukh official

বরিশালে শব্দ দূষণ বন্ধে বরিশালে র‍্যালী ও লিফলেট বিতরণ

banglarmukh official

রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড

banglarmukh official