28 C
Dhaka
এপ্রিল ১৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ বরিশাল

রাতের অন্ধকারে সড়কে বালু বহনের পাইপ, ঘটেছে দুর্ঘটনা

ঝালকাঠির নলছিটি উপজেলায় রাতের অন্ধকারে রাস্তায় মাঝখান দিয়ে নেওয়া বালু বহনের পাইপের কারণে গাড়ি উল্টে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপির একান্ত সচিব ফখরুল মজিদ মাহমুদ কিরন সহ আরেক জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে মল্লিকপুর এলাকায় নলছিটি থেকে বরিশাল যাচ্ছিলেন এমপির একান্ত সচিব ফখরুল মজিদ মাহমুদ কিরন । পথে বালু পরিবহনের জন্য সড়কের ওপর রাখা প্লাস্টিকের পাইপের উঁচু অংশ পার হওয়ার সময় গাড়ি উল্টে আহত হন তিনি।পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ল্যাব এইডে চিকিৎসা দেওয়া হয়।

এর আগে ৮ টার দিকে মাহিন্দ্র দূর্ঘটনায় একজন আহত হন পরে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় কয়েক ব্যক্তি বলেন,বালু ব্যবসায়ীরা কিছুদিন পরপর সড়কের ওপর দিয়ে বালুর পাইপ নেয়।রাতের অন্ধকারে তারা সড়কে পাইপ ফেলে রাস্তায় গতিরোধক সৃষ্টি করে। হঠাৎ পাইপ ফেলে রাস্তায় উঁচু করায় দুর্ঘটনার শিকার হন অনেকেই।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ব্যাপারে উপজেলা প্রশাসন যে ব্যবস্থা নিবে সে অনুযায়ী তাদের সহযোগিতা করবো।

বিষয়টি নিয়ে কথা হয় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সঙ্গে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ সড়কে বালু পরিবহনের পাইপ রাখা যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official