নিউজ ডেস্ক:
সরকারের ঘোষিত ডিজিটাল শিক্ষার সুযোগ করে দিতে বরিশালের আগৈলঝাড়ায় পজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ৮৬টি বিদ্যালয়ে ১২২টি সাউন্ডবক্সসহ ১৫৬টি বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষা উপকরণ বিতরণ করেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহ্বায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।
আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিতে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। পরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিদের হাতে সরকারের আধুনিক শিক্ষা উপকরণ প্রদান করেন তিনি।
ওই সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল হক তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাসসহ সরকারী কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।