আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে এক বছরের সর্বনিম্নে নেমেছে স্বর্ণের দাম। দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংকের আগ্রাসীভাবে মুদ্রানীতি সংকোচনের প্রভাবে মূল্যবান ধাতুটির চাহিদায় ভাটা পড়ছে। ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা ঘোষণার অপেক্ষায় ধাতুটিতে বিনিয়োগ বন্ধ রেখেছেন বিনিয়োগকারীরা। খবর নাসডাক।
তথ্য বলছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৬৮২ ডলার ৬৭ সেন্টে। এর আগে ধাতুটির দাম কমে ২০২১ সালের মার্চের সর্বনিম্নে নেমেছিল।
অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ১ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৬৮১ ডলারে।
আগামী সপ্তাহে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে ব্যাংকটি ২৫ বেসিস পয়েন্টে সুদের হার বাড়াতে পারে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেয়া হবে। সুদের হার বাড়লে স্বর্ণের দাম আরো এক ধাপ কমবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
অন্যদিকে রুপার দাম ২ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১৮ ডলার ২৮ সেন্টে। প্লাটিনামের দাম দশমিক ৮ শতাংশ কমে ৮৫১ ডলার ১৮ সেন্টে নেমেছে।