আমতলী (বরগুনা) প্রতিনিধি ; আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম মিজানুর রহমান আইন শৃঙ্খলা রক্ষায় বরগুনা জেলায় জুন ২০২২ মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি চতুর্থ বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্য নির্বাচিত হন।
জানা গেছে,বৃহস্পতিবার সকাল ১০টায় বরগুনা জেলার আইন শৃঙ্খলা সভা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনার পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক।
ওই সভায় জুন -২২ মাসে আমতলীতে আইন শৃঙ্খলা রক্ষায় উল্লেখ যোগ্য অবদান রাখায় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমানকে বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্য নির্বাচিত করা হয়। সভা শেষে এ উপলক্ষে তাকে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
ক্রেষ্ট প্রদান করেন বরগুনার পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) হোসেন তারেক রহমান।এর আগেও আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান মার্চ, এপ্রিল ও মে মাসে জেলার শ্রেষ্ট অফিসার ইন চার্য নির্বাচি হয়েছিলেন।