23 C
Dhaka
নভেম্বর ২২, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি

আরও কমলো টাকার মান

যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে টাকার মান আরও কমেছে। এক দিনেই ৫০ পয়সা দর হারিয়েছে বাংলাদেশি মুদ্রা। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে মঙ্গলবার (১২ জুলাই) এক ডলারের জন্য যেখানে লেগেছিল ৯৩ টাকা ৪৫ পয়সা, বুধবার (১৩ জুলাই) খরচ করতে হয়েছে ৯৩ টাকা ৯৫ পয়সা। ফলে বাংলাদেশ ব্যাংক এ দরে বুধবার ৯ কোটি ৭০ লাখ ডলার ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে।

জানা গেছে, বাজারের চাহিদা অনুযায়ী টাকা-ডলারের বিনিময় হার ঠিক হয়ে থাকে। বুধবার ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক থেকে ৯৭ মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে। দাম নির্ধারিত হয়েছে ৯৩ টাকা ৯৫ পয়সা। এটাই আজকের আন্তঃব্যাংক দর।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ঘেঁটে দেখা যায়, গত এক মাসের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৫ শতাংশের বেশি। আর এক বছরের ব্যবধানে কমেছে ১০ দশমিক ৮০ শতাংশ।

আমদানি ব্যয় বৃদ্ধি ও প্রবাসী আয় কমে যাওয়ায় দেশে ডলারের তীব্র সংকট তৈরি হয়েছে। রপ্তানি আয় বৃদ্ধি পেলেও তা ডলারের সংকট মেটাতে পারছে না। ফলে প্রতিনিয়ত বাড়ছে ডলারের দাম। এজন্য রিজার্ভ থেকে ডলার ছেড়ে বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিনিয়ত দামও বাড়াচ্ছে। এরপরও কিছুতেই বাগে আসছে না ডলারের তেজিভাব।

এদিকে বাংলাদেশ ব্যাংক যে দামে ডলার বিক্রি করছে, বাজারে তার থেকে ৩-৪ টাকা বেশি দরে কেনাবেচা হচ্ছে। ফলে আমদানিকারকদের বেশি দামে ডলার কিনতে হচ্ছে। বুধবার খোলাবাজার বা কার্ব মার্কেটে প্রতি ডলার ৯৭ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সেপ্টেম্বরে কমেছে মূল্যস্ফীতি, বেড়েছে মজুরি

banglarmukh official

সেপ্টেম্বরে এলো সর্বোচ্চ রেমিট্যান্স

banglarmukh official

বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

banglarmukh official

১৪ দিনে প্রবাসী আয় এলো ১৪ হাজার কোটি টাকা

banglarmukh official

কেজিতে পেঁয়াজের দাম কমল ১৫ টাকা

banglarmukh official

দেউলিয়া হওয়ার পথে ১০ ব্যাংক: গভর্নর

banglarmukh official