চট্টগ্রামে ইয়াবা বিক্রি করতে গিয়ে আটক হয়েছেন এক পুলিশ সদস্য ও তার তিন সহযোগী। তারা হলেন, সিএমপি’র বিশেষ শাখার কনস্টেবল উপল চাকমা, তার তিন সহযোগী নান্টু দাশ, কামরুল ইসলাম এবং গিয়াস উদ্দিন।
অভিযানে তাদের কাছ থেকে ৫ হাজার ২৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন চমেক হাসপাতালের পূর্ব গেইট এলাকা থেকে তাদের আটক করে র্যাব।
সিএমপি’র বিশেষ শাখার উপ-কমিশনার মনজুর মোরশেদ বলেন, ‘ইয়াবাসহ গ্রেফতার হওয়া উপল চাকমাকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অন্যান্য বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ’
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, মাদক ব্যবসায়ীরা চমেক হাসপাতাল এলাকায় অবস্থান করছে এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে চার জনকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ৫ হাজার ২৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।