করোনা মহামারির মধ্যে ঈদ-উল-আজহায় পশু কোরবানী এবং মাংস বিতরণের সময় জনসমাগম বেশি হওয়ার কারণে সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আর এজন্য মুসলিম প্রধান দেশগুলোকে আরও বেশি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। বুধবার সংস্থাটির আঞ্চলিক পরিচালক আহমেদ আল মানধারী এ মন্তব্য করেন।
মুসলিম প্রধান দেশগুলোর সরকারকে ঈদুল আজহায় গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি। বিশ্বজুড়ে করোনায় ১৭ কোটি ১৭ লাখ ৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
আর মারা গেছেন ৬ লাখ ৭০ হাজার মানুষ। বিশ্বে গত ১ দিনে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ব্রাজিলে। দেশটিতে একদিনে ৭০ হাজারের বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন, মারা গেছেন ১৫শ’র বেশি মানুষ।
বুধবার শনাক্ত ও মৃত্যু দুদিকেই রেকর্ড গড়েছে দেশটি। যুক্তরাষ্ট্রেও গত একদিনে অন্তত ৬৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে। দেশটিতে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে।