নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের উজিরপুর থানা ও পৌর বিএনপির ৪ জন নেতা দল থেকে পদত্যাগ করেছেন। জেলা (দক্ষিণ) বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টুর স্বেচ্ছাচারিতার কারণে শুক্রবার তারা পদত্যাগ করেছেন বলে জানানো হয়েছে।
এরা হলেন উজিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান ও সাংগঠনিক সম্পাদক এইচএম আসাদুজ্জামান বাদশা এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিছ বালী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান।
তারা বলেন, শুক্রবার সকালে চার জনের পদত্যাগ পত্র জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ- সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু এবং জেলা (দক্ষিন) বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু বরাবর পাঠানো হয়েছে। তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোন পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।