অনলাইন ডেস্কঃ সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়ে বাজে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার (তোতা-গাজী) সভাপতি মনজুর কাদের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার এ মন্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
রোববার (২৪ জুলাই) অধ্যাপক ড. অধীর সরকারের ফেসবুক পেজের একটি লেখায় শিক্ষক নেতা মনজুর কাদের এ মন্তব্য করেন। অবশ্য সমালোচনা শুরু হলে মন্তব্যটি মুছে ফেলেন তিনি।
অভিযুক্ত মনজুর কাদের উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার (তোতা-গাজী) সাধারণ সম্পাদক আজাদ রহমান বলেন, ‘মন্ত্যবটি আমি না দেখিনি। তবে একজন শিক্ষক হিসেবে মনজুর কাদেরের এমন মন্তব্য কাম্য নয়।’
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মনজুর কাদের বলেন, আমি ভুল করেছি। এজন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী। ফেসবুক থেকে তার মন্তব্যটি তুলে নিয়েছেন বলেও জানান তিনি।
মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত বলেন, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করে তিনি ধৃষ্টতা দেখিয়েছেন। তার বিরুদ্ধে মানহানি মামলা হওয়া উচিত।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহামুদ বলেন, এটি একটি নিন্দনীয় বিষয়। ওই শিক্ষকের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, মনজুর কাদেরকে অফিসে ডেকে আনা হয়েছিল। মঙ্গলবার (২৬ জুলাই) তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।