এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা

করোনা: বিশ্বে একদিনে মৃত্যু ৪৩১৬, আক্রান্ত ২ লাখ ২০ হাজার

প্রাণঘাতি করোনাভাইরাসের বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় দুই লাখ ২০ হাজার আক্রান্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন চার হাজার ৩১৬ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৬ লাখ ৮ হাজার ৯১১ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৬ লাখ ৪৪ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৮৭ লাখ ৩৫ হাজার ২৯৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ ৭১৬ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৭৯ হাজার ছাড়িয়েছে। গত একদিনে ২৪ হাজারসহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ ৯৯ হাজার।

এরপরই এদিন মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল ভারত। ৬৭৫ জনের মৃত্যুতে মোট প্রাণহানি সাড়ে ২৭ হাজারের বেশি। নতুন ৪০ হাজার সংক্রমণে মোট আক্রান্ত সাড়ে ১১ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি রাজ্যে করোনার প্রকোপ এখনো বাড়ছে।

মেক্সিকোতে নতুন প্রাণহানি ৫৭৮ জন। দেশটিকে মোট মৃত্যু ৩৮ হাজার ও শনাক্ত ৩ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে। এদিকে ইরানে গত ২৪ ঘণ্টায় ২০৯ জনের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। দেশটিতে মোট মৃত্যু ১৪ হাজার ছাড়ালো।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৪১২ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৪৩ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ৩৮ লাখ ৯৮ হাজারের বেশি সংক্রমিত।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে

banglarmukh official

বিশ্বে একদিনে করোনা শনাক্ত প্রায় ৫ লাখ, মৃত্যু ১১৫২

banglarmukh official

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৯৯, হার ১৩.৬০ শতাংশ

banglarmukh official

করোনায় আরও ৪৫৪ মৃত্যু, শনাক্ত আড়াই লাখের নিচে

banglarmukh official

বিশ্বে করোনায় একদিনে ১১৮৯ মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৩২ হাজার

banglarmukh official

বিশ্বে করোনায় আরও ১১৭০ মৃত্যু, শনাক্ত সোয়া চার লাখ

banglarmukh official