লাইন অব কন্ট্রোলে (এলওসি) দাঁড়িয়ে সেলফি তুলছে পাকিস্তান কিংবা ভারতের সৈনিক, এমন ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলে অবাক হবেন না! কারণ মহেন্দ্র সিং ধোনি এখন থেকে দুই মাসের জন্য টহল দেবেন পাকিস্তান-ভারত সীমান্তে। বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে না গিয়ে ভারতের সেনাবাহিনীর দায়িত্ব পালন করতে দুই সপ্তাহের জন্য সৈনিক জীবন বেছে নিয়েছেন ধোনি। ভারতীয় একটি বার্তা সংস্থা জানিয়েছে, ১০৬ টেরিটরিয়াল আর্মি ব্যাটালিয়নের (প্যারা) অংশ হিসেবে দায়িত্ব পালন করবেন অনারারি লেফটেন্যান্ট কর্নেল ধোনি। এই ইউনিটটি কাশ্মীরের ভিক্টর ফোর্সের অংশ। এ সময় টহল, নিরাপত্তা রক্ষা ও সীমান্ত চৌকিতে দায়িত্ব পালন করবেন ধোনি। থাকবেন সৈনিকদের সঙ্গে। ধোনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ছত্রীসেনাও। পাঁচটি প্যারাসুট জাম্প পূর্ণ করার মাধ্যমে তিনি প্যারাট্রুপার হিসেবেও নিজেকে উপযুক্ত করে তুলেছেন।