নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১১ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তারা খৈয়াছড়া ঝর্ণা দেখতে গিয়েছিলেন বলে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া গেছে।
তবে তারা ঝর্ণা দেখতে যাচ্ছিলেন না কি ঝর্ণা দেখে ফিরছিলেন সে সম্পর্কেও কিছু এখনও জানা যায়নি।
যে ট্রেনটি মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়েছে সেটি ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী। শুক্রবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী বা স্থানীয়দের কাছ থেকে এ বিষয়ে এখনও কিছু জানা না গেলেও রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খৈয়াছড়া এলাকায় রেলওয়ের ওপর দিয়ে একটি সড়ক পথ গেছে। সেখানে রেলওয়ের নিযুক্ত গেটম্যানও আছে। দুর্ঘটনার পরপর গেটকিপারে সঙ্গে কথা বলেছি। গেটকিপার আমাকে জানিয়েছেন, ট্রেন আসার আগেই গেট ফেলা ছিল। কিন্তু মাইক্রোবাসের চালক গেট বারটি জোর করে তুলে রেললাইনে প্রবেশ করেন। এরপর মহানগর প্রভাতী ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।
দুর্ঘটনায় ১১ জন নিহত হলেও তাৎক্ষণিকভাবে ১২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল। এর ঘণ্টাখানেক পর জানা যায় ১১ জন নিহত হয়েছেন।