এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

গুহায় আটকে পড়াদের মধ্যে ৪ ফুটবলারকে উদ্ধার

থাইল্যান্ডের গভীরতম গুহায় আটকে পড়া ১২ ক্ষুদে ফুটবলারদের মধ্যে ৪ জনকে উদ্ধার করেছে ডুবুরিরা। যদিও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রথমে ৬ জনের কথা বলা হলেও পরে ৪ জনের কথা জানিয়েছে।

উদ্ধারকারী দলের প্রধান নারংসাক অসত্যানাকর্ন বলেন, আমরা আজ ৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। নিরাপদে উদ্ধারের পর তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, গুহায় আটকে পড়া ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে রবিবার অভিযানে নামে ডুবুরিরা। গত ২৩ জুন গুহায় ঢুকে আটকা পড়ে তারা।

আবহাওয়া অনুকূলে আসায় ও গুহার ভেতরে পানির স্তর কমতে থাকায় থাইল্যান্ডের চিয়াং রাইয়ের গভর্নর নারুংসাক ওস্তানাকর্ন রবিবার সকালে অভিযান শুরুর ঘোষণা দেন। উদ্ধার অভিযানে অংশ নেয়া ডুবুরিদের মধ্যে ৫ জন থাইল্যান্ডের এবং ১৩ জন বিদেশি ডুবুরি রয়েছেন। সবাই বের করে আনতে দুই থেকে চার দিন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।তবে সবকিছু আবহাওয়া ও গুহার ভেতরে থাকা পানির মাত্রার ওপর নির্ভর করছে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official