17 C
Dhaka
ফেব্রুয়ারি ৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

গোয়েন্দার এজেন্ট ইমরান হাশমি, টাকা দিচ্ছেন শাহরুখ

একটা সময় ছিলো যখন সিনেমাতে ইমরান হাশমির উপস্থিতি মানেই দর্শকের বাড়তি আগ্রহ। তার প্রায় সব ছবিই ব্লকবাস্টার হিট হতো। তবে এখন আর নিয়মিত অভিনয় করেন না এই অভিনেতা।

অনেকদিন হতে চললো রুপালী পর্দায় দেখা নেই ইমরান হাশমির। সেই নিরবতা কাটিয়ে ফিরছেন তিনি। তবে সেটা রুপালী পর্দায় নয়, ওয়েব সিরিজে। ‘বার্ড অফ ব্লাড’ নামে এই সিরিজ দিয়ে প্রথমবার অনলাইন ভিত্তিক কোনো নির্মাণে অভিনয় করতে যাচ্ছেন ইমরান।

মজার খবর হলো, ইমরানকে ফেরাতে তার পেছনে টাকা ঢালছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। কিং খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত হবে এটি।

সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে থ্রিলার সিরিজটি দেখতে পাওয়া যাবে। মোট আটটি এপিসোডের সিরিজ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

ইমরান হাশমি ছাড়াও এই সিরিজে অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কীর্তি কুলহারি, বিনীত কুমার, রজিত কাপুর, গৌরব বর্মাদের মতো অভিনেতাদের। এই সিরিজটি পরিচালনার ভার দেওয়া হয়েছে ঋভু দাশগুপ্তকে।

বিলাল সিদ্দিকির বেস্টসেলিং উপন্যাস ‘বার্ড অফ ব্লাড’ থেকে এই সিরিজের গল্প নেওয়া হয়েছে। গল্পে ইমরান হাশমিকে দেখা যাবে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’র সাবেক এজেন্টের চরিত্রে। বর্তমানে যিনি অধ্যাপনা করেন। এরপর একটি মিশনের জন্য আবার তাকে র-তে ফেরত আনা হয়।

এদিকে এই সিরিজের পর রেড চিলিজের পক্ষ থেকে আরও দুটি সিরিজ নিয়ে আসা হচ্ছে বলে শোনা যাচ্ছে। যার মধ্যে একটি ‘ক্লাস অফ ৮৩’। এখানে ববি দেওলকে অভিনয় করতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। আর অন্যটিতে বিনীত কুমার ও অহনা কুমরাকে অভিনয় করতে দেখা যাবে। এর নাম রাখা হয়েছে ‘বেতাল’।

সম্পর্কিত পোস্ট

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

banglarmukh official

যেভাবে যুক্তরাষ্ট্রে সফল উদ্যোক্তা বরিশালের মেয়ে রোজা

banglarmukh official

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, মেহজাবীনের আবেগঘন পোস্ট

banglarmukh official

পুষ্পা-২ দেখতে গিয়ে পদপিষ্ট শিশুর অবস্থার উন্নতি, পাশে দাঁড়িয়েছেন আল্লু অর্জুন

banglarmukh official

মিশর ভ্রমণ করে যে স্বপ্ন পূরণ হলো মেহজাবীনের

banglarmukh official

শাড়িতে ভক্তদের নজর কাড়লেন শবনম ফারিয়া

banglarmukh official