নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে ১৮টি এক হাজার টাকার জাল নোটসহ তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ জুলাই) দিনগত রাত ১২টার দিকে সিনেমা প্যালেস এলাকার সৌদিয়া কাউন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো. ওসমান (৩২), মো. সৈয়দ আলম ওরফে ফাহাদ (৩৪) ও রায়হান উদ্দিন (২৫)। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২টার দিকে সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে সৌদিয়া কাউন্টার থেকে জাল টাকার তিন কারবারিকে গ্রেফতার করা হয়। তারা সবাই রোহিঙ্গা। তাদের কাছ থেকে ১৮টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে হাজির করা হয়। পরে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।