এপ্রিল ১১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
চট্রগ্রাম

চট্টগ্রামে দেড় কোটি টাকার স্বর্ণসহ রোহিঙ্গা মা-ছেলে গ্রেফতার

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর থেকে রোহিঙ্গা মা-ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে কোটি টাকার স্বর্ণের বারসহ স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

শনিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন আসমত উল্লাহ (২৪) ও তার মা মোছা. ছহুরা খাতুন (৬৮)। তারা রোহিঙ্গা হলেও জঙ্গল সলিমপুরে পাহাড়ে বসবাস করতেন।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন তথ্য ছিল যে, ইয়াবা বিক্রির টাকা দিয়ে রোহিঙ্গারা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণের বার ও বিস্কুট উখিয়া এবং টেকনাফের ক্যাম্পগুলোতে পাচার করছে। পরবর্তীতে তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে তারা।

এরপর জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে রোহিঙ্গা মা-ছেলেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে আটটি স্বর্ণের বার, পাঁচটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের বালা, তিন জোড়া স্বর্ণের কানের দুল, তিনটি স্বর্ণের আংটি, চারটি স্বর্ণের লকেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য এক কোটি টাকা এবং স্বর্ণালংকারের আনুমানিক দাম ৫০ লাখ টাকা। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

আইনজীবী সাইফুল হত্যার ভিডিও দেখে সন্দেহভাজন ৬ জন আটক

banglarmukh official

আইনজীবীর সঙ্গে বাগবিতণ্ডা, আদালত বর্জন করলেন ম্যাজিস্ট্রেটরা

banglarmukh official

চট্টগ্রাম বন্দর পরিচালনা বিদেশিদের হাতে দিলে প্রতিরোধের হুঁশিয়ারি

banglarmukh official

চট্টগ্রামে অতিভারী বৃষ্টি, বন্যা-ভূমিধসের শঙ্কা

banglarmukh official

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আ.লীগের প্রার্থী নোমান

banglarmukh official

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটকিপার সাদ্দাম কারাগারে

banglarmukh official