বরিশাল সিটি নির্বাচনকালীন নগরীর কাউনিয়া থানায় দায়েরকৃত চাঁদাবাজি মামলায় উচ্চাদালত থেকে আগাম জামিন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবসহ ৩৩ জন নেতাকর্মী।
আজ রবিবার বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি কাসেফা হোসাইনের সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চে শুনানি শেষে তাদের ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। বিএনপি নেতাকর্মীদের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
বরিশাল জেলা (উত্তর) বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৫ জুলাই রাতে নগরীর কাউনিয়া কালা খা’র বাড়ি এলাকার জনৈক মো. বেল্লাল বাদী হয়ে বিএনপির ৩৯ জনকে আসামি করে কাউনিয়া থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। ওই মামলায় ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা জেলহাজতে রয়েছেন। এই ৬ জন ছাড়া অপর ৩৩ জন আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন পান।