অনলাইন ডেস্কঃ রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. মামুন ওলাদার (৪৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
রোববার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহতের ভাতিজা আরিফ বলেন,আমার চাচা পেশায় সিএনজি চালক। গতকালকে সিএনজিতে একটা ট্রিপ নিয়ে খিলগাঁও তালতলা এলাকায় যান। পথের মধ্যে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১৫০০ টাকা নিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চাচাকে ভর্তি করানো হয়। পরে সোমবার (১৮ জুলাই) ভোর ৪টার দিকে মারা যান।