এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ নারী ও শিশু

ছেলের বউয়ের ধাক্কায় শাশুড়ির মৃত্যু!

অনলাইন ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের বউয়ের ধাক্কায় ছিটকে পড়ে শাশুড়ি রবজান খাতুনের (৬২) মৃত্যুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর বটতলা শ্মশানঘাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রবজান খাতুন ওই এলাকার মৃত ছিদ্দিক বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবজান খাতুন তার মালয়েশিয়া প্রবাসী ছেলে মটু বিশ্বাসের স্ত্রী রিনা খাতুন এবং তার দুই ছেলে সজীব ও সজলের সঙ্গে বসবাস করতেন। বিভিন্ন কারণে ছেলের বউ রিনা খাতুনের সঙ্গে শাশুড়ি রবজান খাতুনের প্রায়ই ঝগড়া হতো।

সোমবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে রিনা খাতুন ক্ষুব্ধ হয়ে শাশুড়ি রবজান খাতুনকে ধাক্কা দিলে তিনি মাটিতে ছিটকে পড়ে মারা যান।

পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূ রিনা খাতুন (৩২), তার পালিত ছেলে সজীব (২২) ও নিজ ছেলে সজলকে (১৬) আটক করেছে পুলিশ।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান বলেন, মৃত্যুর বিষয়টি রহস্যজনক।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official