এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

জিম্বাবুয়ের বিপক্ষে ‘সবাই খেলতে চায়’, ছুটিতে শুধু সাকিব

চলতি মাসের শেষ দিকে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরের ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। তবু পূর্ণশক্তির দল নিয়েই যাবে বাংলাদেশ। শুধু সাকিব আল হাসান থাকবেন না।ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে দেশে ফিরে সপ্তাহখানেকের মধ্যেই জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হবে টাইগাররা। বিশ্বকাপ সুপার লিগের অংশ না হওয়ায় স্বাভাবিকভাবেই চলে আসে, এই সফর থেকে নিয়মিত ও পরীক্ষিত মুখদের বিশ্রাম দিয়ে নতুন কাউকে নেওয়া হবে কি না?উত্তর এসেছে নেতিবাচক। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়ে দিয়েছেন, এই সফরে দলের নিয়মিত তারকাদের সবাই খেলতে চান। তাই তাদের রেখেই দল সাজানো হয়েছে। শিগগির এ দুই সিরিজের দল ঘোষণা করে দেওয়া হবে।বৃহস্পতিবার সংবাদমাধ্যমে জালাল বলেছেন, ‘(জিম্বাবুয়ে সফরে) সিনিয়র খেলোয়াড়দের বেশিরভাগই থাকছে। তারা সবাই খেলতে চায়। সিনিয়র মানে যারা খেলে সবাই-ই তো সিনিয়র, কয়েকজন ছাড়া এখন তো সিনিয়ররাই খেলছে। তারা জানিয়েছে তারা এভেইলেবল।’তবে সাকিব যে ছুটি চেয়েছেন সেটি জানিয়ে তিনি আরও বলেন, ‘সাকিব (জিম্বাবুয়েতে) যাচ্ছে না, আগেই আমাদের জানিয়েছে। আজ নির্বাচকদের সাথে আমরা বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করছেন। যে দল এখন আছে, তাদের সবাই থাকছে।’জালালের শেষ কথা, ‘জিম্বাবুয়েতে পূর্ণশক্তির দল যাবে। হয়তো পয়েন্টের খেলা না, চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগ না। কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা যাতে ভালো পারফরম্যান্স করতে পারি। অনেকে বলছিল দ্বিতীয় সারির দল। দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আমরা শক্ত বাংলাদেশ দল পাঠাতে চাই।’

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official