ঝালকাঠিতে আব্দুল মান্নান পাটোয়ারী (৪৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ জুলাই) সকালে সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের গুয়াচিত্রা বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল মান্নান পাটোয়ারী রাজবাড়ী জেলার মৃত আ. খালেক পাটোয়ারীর ছেলে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ওই ব্যক্তির মরদেহ। কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।