ডেঙ্গু-চিকুনগুনিয়া মোকাবিলায় নগরবাসীর সচেতনতাই অনেক বড় শক্তি উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, আগামী ১৫ জুলাই থেকে ডিএসসিসির ৫৭ ওয়ার্ডে মেডিকেল টিম থাকবে। আমরা হটলাইন চালু করব। সেখানে ফোন করলেই স্বাস্থ্যকর্মী বাসায় পৌঁছে যাবে। আমরা নগরবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেব।
সোমবার (৮ জুলাই) কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডিএসসিসি আয়োজিত সভায় এসব কথা বলেন মেয়র।
সাঈদ খোকন বলেন, আমাদের একটু সচেতনতা আমাদের পরিবার ও শহরকে অনেক ভালো রাখতে পারে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডিএসসিসির মেয়র, কাউন্সিলরসহ সবাই আপনাদের পাশে আছি।’
রিকশা বন্ধের বিষয়ে সাঈদ খোকন বলেন, ‘রিকশা সারা ঢাকা শহরের সব সড়ক থেকে বন্ধ করার সিদ্ধান্ত আমরা নেইনি। ভিআইপি রোডে ঢাকার নর্থ সাউথ কানেকশনটা স্লো হয়ে গেছে। আমরা এ যোগাযোগের গতিটা বাড়ানোর জন্য মেইন সড়ক থেকে স্লো ভেইকেলগুলো বন্ধ করে দিচ্ছি। কিন্তু সারা শহর থেকে রিকশা বন্ধ করা হয়নি। পৃথিবীর কোনো দেশের রাজধানীতে রিকশা চলাচল করে না। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের এক জায়গায় পড়ে থাকলে চলবে না। আমরা রিকশার একটা জায়গায় আটকে থাকতে পারব না। আমাদের এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবুল হোসেন, প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি আরিফুর রহমান, ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার ডা. শরিফ আহমেদ, ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, মুন্সী কামরুজ্জামান কাজল প্রমুখ।