স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বর্ণিল আয়োজন আর সাংস্কৃৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশাল ডিডাব্লিউএফ নার্সিং কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮তম জন্মদিন পালিত হল। আজ ০১জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮ তম জন্ম দিন।আর এই জন্ম দিন উপলক্ষ্যে বরিশাল ডিডাব্লিউএফ নার্সিং কলেজ আয়োজন করেছে এক বর্ণিল আয়োজন।
ছবিঃ শাওন অরন্য।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অধ্যক্ষ আলেয়া পারভীন। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ডিডাব্লিউএফ ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ এস এম সিরাজুল ইসলাম।
ছবিঃ শাওন অরন্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক(প্রশাসন) আব্দুল্লাহ আল মাওদু্দ এবং ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক (ফিন্যান্স এন্ড কমিউনিকেশন) লিটু আহসান। প্রভাষকদের মাঝে উপস্থিত ছিলেন,আক্লিমা বেগম, সুরমা সুলতানা, স্মৃতি কনা মজুমদার, শান্তা ইসলাম, সুরাইয়া দোলন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রীবৃন্দ।
ছবিঃ শাওন অরন্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিডাব্লিউএফ নার্সিং কলেজের সহযোগী অধ্যাপক সুদীপ কুমার নাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক সুরমা সুলতানা।
ছবিঃ শাওন অরন্য।
সভাপতি আলেয়া পারাভীনের নেতৃত্বে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের ২য় পর্ব সূচনা হয়। কেক কাটার পর পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
ছবিঃ শাওন অরন্য।
এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন ডিডাব্লিউএফ নার্সিং কলেজের ছাত্র ছাত্রীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃ্ত্য, গান ও কবিতা আবৃতি করা হয়।